আজ আমি আপনাদের নতুন গল্প শুনাব। এটি গল্প নয় জীবন কথা। আমি একজন এগ্রো ফিড প্রস্তুতকারী। অভিজ্ঞতা তেমন ছিল না তবু বাজারে এনেছি নানা ধরনের ফিড। নতুন প্রতিষ্ঠানের প্রতি সবাব অনিহা ভাব। কেমন ফিড তৈরী করছে, কেমন গুনগতমান, কি লাভ হবে আরও কত কথা। এতকিছু মাথায় নিয়ে গুটি গুটি পায়ে ধুরু ধুরু বুকে বাজারের দ্বারে দ্বারে গিয়েছি। কেউ অবঞ্চা করেছে, কেউ আমার একটু সুযোগ দিয়েছে। এমনি করে পথ চলেছি। ছোট্ট ভাবনা ভালমানের পন্য তৈরী অদম্য স্পৃহা ছিলো বুকে। ভাবনা জগত থেকে চিন্তা করেছি কিভাবে মানসম্মত পণ্য তৈরী করা যায়? এ যেন জীবন যুদ্ধের বিশাল ময়দান যেখানে আমি একা যোদ্ধা। এই যোদ্ধার ছিল না ভাল কোন হাতিয়ার। তবুওতো যুদ্ধের ময়দানে আমি। লড়তে আমাকে হবে। এই লড়াইয়ে চিন্তা করেছি কিভাবে নতুন নতুন পণ্য বাজারে আনার মাধ্যমে বাজারে জেতা যায়। ইতোমধ্যে নতুন একটি ধারনা তাড়িত করলো। তৈরী করলাম একটি ফিড নাম যার মিটগ্রো সুপারগোল্ড। প্রোটিন এর মাত্রা রাখলাম সব্বোর্চ। অন্যান্য উপাদান সঠিক। বাজারের ছাড়ার পর আবারও ছোট প্রতিষ্ঠান হিসেবে অবজ্ঞা। আমিতো দমে যাওয়ার পাত্র নয়। শুরু হলো নতুন যুদ্ধ। তারপর ধীরে ধীরে খামারীরা বুঝতে পারল, না! ফিড খারাপ নয়। শুরু হলো নতুন যাত্রা। আপনােদর প্রতি আবেদন এই যাত্রায় আপনি শরীক হয়ে আমাদের পথ চলাকে সহজ করুন।
আমার আর একজন ডিলার জনাব ফরিদ ভাই। যিনি আমার শুভান্যাধায়ী। আমাকে তিনি নানাভাবে সাহায্য করছে। কৃষাণ এগ্রো ফিড তার নিকট ঋণী।